বুধবার, ৮ জুন, ২০১৬ ০০:০০ টা
সাম্প্রতিক হত্যাকাণ্ড

ফ্রান্সের নিন্দা, পাশে থাকবে ব্রিটেন

কূটনৈতিক প্রতিবেদক

উগ্রপন্থিদের আক্রমণে হিন্দু পুরোহিত, পুলিশ কর্মকর্তার স্ত্রী এবং খ্রিস্টান ধর্মাবলম্বী মুদি দোকানি নিহত হওয়ার ঘটনার নিন্দা জানিয়েছে ফ্রান্স। ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত সোফিয়া অ্যাবোর্ট এক বিবৃতিতে এ নিন্দা জানান। এসব হত্যাকাণ্ডের প্রেক্ষিতে ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুগো সোয়ার গতকাল এক টুইট বার্তায় জঙ্গিবাদবিরোধী লড়াইয়ে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। ফ্রান্সের রাষ্ট্রদূত তার বিবৃতিতে বলেন, চট্টগ্রামে পুলিশ কর্মকর্তার স্ত্রী মাহমুদা খানম ও নাটোরে খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য মুদি দোকানি সুনীল গোমেজ এবং ঝিনাইদহে হিন্দু সম্প্রদায়ের সদস্য অনন্ত গোপাল গাঙ্গুলির খুনের ঘটনায় ঢাকার ফ্রান্স দূতাবাস গভীর শোকাহত ও মর্মাহত। এমন হত্যাকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা বাংলাদেশকে চিনি এবং ভালোবাসি। সাম্প্রতিক ওই হত্যাগুলো অতীতে সংঘটিত নিরীহ বাংলাদেশিদের হত্যাকাণ্ডের মতোই, যা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়।

সর্বশেষ খবর