মঙ্গলবার, ১৪ জুন, ২০১৬ ০০:০০ টা

ডেপুটি গভর্নর নিয়োগে সার্চ কমিটির সুপারিশ প্রত্যাখ্যান

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নিয়োগে গঠিত সার্চ কমিটির সুপারিশ প্রত্যাখ্যান করা হয়েছে। এ মুহূর্তে এ পদে নিয়োগ হচ্ছে না। নতুন সুপারিশের ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। গতকাল বিকালে অর্থ মন্ত্রণালয়ে এ সংক্রান্ত একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবুল কালাম আজাদ, অর্থ বিভাগের মুখ্য সচিব মাহবুব আহমেদ, ব্যাংকিং ডিভিশনের সচিব ইউনুসুর রহমান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। তবে কী কারণে কমিটির এই সুপারিশ প্রত্যাখ্যান করা হয়েছে, তা জানা যায়নি।

এর আগে বাংলাদেশ ব্যাংকের অর্থ লোপাটের ঘটনায় দুই ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা ও আবুল কাশেমকে সরিয়ে দেওয়া হয়। এরপর শূন্যস্থান পূরণে পিকেএসএফ চেয়ারম্যান কাজী খলীকুজ্জমানকে প্রধান করে সরকার সার্চ কমিটি করে। কমিটি গত মার্চের শেষের দিকে ডেপুটি গভর্নর পদে নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করে বিজ্ঞপ্তি দেয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর