মঙ্গলবার, ১৪ জুন, ২০১৬ ০০:০০ টা

আবারও শুরু হচ্ছে বিতর্ক প্রতিযোগিতা পাবলিক পার্লামেন্ট

নিজস্ব প্রতিবেদক

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অংশগ্রহণে আবারও শুরু হতে যাচ্ছে সংসদীয় পদ্ধতির জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ‘পাবলিক পার্লামেন্ট’। ইতিমধ্যে প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুক বিশ্ববিদ্যালয়সমূহের আবেদনের প্রেক্ষিতে প্রাথমিক বাছাই শেষ হয়েছে। প্রাথমিক বাছাই থেকে দেশের সেরা ১৬টি বিশ্ববিদ্যালয়কে পরবর্তী ধাপের জন্য নির্বাচন করা হয়েছে। আগামী জুলাই মাস থেকে এটিএন বাংলায় সাপ্তাহিক ভিত্তিতে প্রতি শুক্রবার এই প্রতিযোগিতা প্রচারিত হবে। ডিবেট ফর ডেমোক্রেসি এই প্রতিযোগিতার আয়োজক। চ্যাম্পিয়ন, রানার-আপসহ তৃতীয় স্থান অধিকারী বিতর্ক দলকে যথাক্রমে ১ লাখ, ৫০ হাজার ও ২৫ হাজার টাকাসহ ক্রেস্ট ও সার্টিফিকেট পুরস্কার হিসেবে প্রদান করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর