মঙ্গলবার, ১৪ জুন, ২০১৬ ০০:০০ টা

চকরিয়া ছাত্রলীগ নেতা মুর্শেদ হত্যার বিচার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের চকরিয়ায় ছাত্রলীগ নেতা মুর্শেদ আলী হত্যার বিচার দাবিতে গতকাল দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন হয়েছে। অনুষ্ঠানে বক্তারা অবিলম্বে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তারা বলেন, মুর্শেদ হত্যার তিন মাস পরও পুলিশ কোনো আসামি গ্রেফতার করেনি। আসামিরা ‘নারী জাফর’ নামে একজনের মদদে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। বক্তারা চকরিয়া থানার ওসির ভূমিকাকে রহস্যময় বলে বর্ণনা করেন। মানববন্ধনে মুর্শেদের মা মুজিবুন নেসা বেগম বলেন, ‘বিচারের জন্য মানুষের দোরে দোরে ঘুরছি। জামায়াত-শিবির চক্রের সঙ্গে আঁতাত করে আমার ছেলেকে খুন করা হয়েছে।’ আসামিদের তিনজন তাদের মায়েদের দিয়ে বাদীপক্ষের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলা করেছে। মুজিবুন নেসা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

মুর্শেদের মা খুনিদের গ্রেফতার ও শাস্তির ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

চকরিয়া কলেজ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মুর্শেদ আলীকে ৩ মার্চ নৃশংসভাবে হত্যা করা হয়। পর দিন তার মা চকরিয়া থানায় হত্যা মামলা রুজু করেন (মামলা নম্বর-৩/৬৯ তারিখ ৪/৩/২০১৬)।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর