Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০১৬ ০০:০০ টা
আপলোড : ১৫ জুন, ২০১৬ ২৩:৫৭

কঙ্গো থেকে ফিরেছেন সেনাবাহিনী প্রধান

কঙ্গো থেকে ফিরেছেন সেনাবাহিনী প্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক ডি আর কঙ্গোর জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম পরিদর্শন শেষে দেশে ফিরেছেন। ১০ জুন সেনাবাহিনী প্রধান ডি আর কঙ্গো (মনুস্ক) যান। তিনি কঙ্গোর বুনিয়াস্থ অ্যান্ড্রোমো সেনা ক্যাম্পে যাওয়ার পর শান্তিরক্ষা কার্যক্রমে আত্মোৎসর্গকারী শহীদদের বেদিতে পুষ্পস্তবক অর্পণ এবং শ্রদ্ধা জানান। এ সময় সেনাবাহিনী প্রধানের সঙ্গে কমান্ড্যান্ট সিএমটিডি, পরিচালক ওও পরিদফতর, পরিচালক ইএমই পরিদফতরসহ মোট ছয় সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিল। ১২ জুন সেনাবাহিনী প্রধান বুনিয়াতে বাংলাদেশি শান্তিরক্ষীদের কেন্দ্রীয় দরবার নেন। দরবারের শুরুতে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, স্বাধীনতাযুদ্ধে আত্মোৎসর্গকারী সব বীর শহীদের এবং কঙ্গো মিশনে ১৪ জন শহীদের আত্মার প্রতি শ্রদ্ধা জানান। দরবারে তিনি কন্টিনজেন্ট সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। আইএসপিআর।


আপনার মন্তব্য