abcdefg
news || Bangladesh Pratidin Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
বন্দুকযুদ্ধ-গণপিটুনিতে নিহত ৪ জনের মধ্যে দুজনের পরিচয় মিলেছে বন্দুকযুদ্ধ-গণপিটুনিতে নিহত ৪ জনের মধ্যে দুজনের পরিচয় মিলেছে

মঙ্গলবার রাতে যশোরে পৃথক দুটি ঘটনায় ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ হয়ে ও ‘গণপিটুনিতে’ নিহত চারজনের মধ্যে দুজনের পরিচয় মিলেছে। ঝিকরগাছায় গণপিটুনিতে নিহত তিন ব্যক্তির মধ্যে একজন হলেন যশোর সদর উপজেলার রূপদিয়া বাজারের চা দোকানি খোরশেদ আলম, অন্যজন একই এলাকার ফিরোজ বিশ্বাস। খোরশেদের মেয়ে ও ছেলে বুধবার যশোর জেনারেল হাসপাতালে বাবাকে শনাক্ত করেন। শনাক্ত হওয়া খোরশেদ আলম (৫০) শার্শা উপজেলার কাগজপুকুর গ্রামের আলম আলী সরদারের ছেলে। তিনি বেশ কয়েকবছর ধরে সদর উপজেলার চাউলিয়া গ্রামে সপরিবারে বসবাস করতেন। খোরশেদের মেয়ে সুমি জানান, তার বাবা সোমবার নাভারণে এক আত্মীয়র বাড়িতে বেড়াতে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। সুমি বলেন, ঝিকরগাছায় তিন অজ্ঞাত ব্যক্তি মারা গেছেন শুনে ছোটভাই মনির হোসেনকে নিয়ে আমি হাসপাতালে এসে বাবার লাশ চিনতে পারি। সুমি জানান, একটি বিশেষ ঘটনার কারণে তারা শার্শার কাগজপুকুরে…

সর্বশেষ খবর