শনিবার, ১৮ জুন, ২০১৬ ০০:০০ টা

‘দেশে সন্ত্রাসী ও জঙ্গিদের কোনো স্থান নেই’

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টি আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, বাংলার জমিনে সন্ত্রাসী ও জঙ্গিদের কোনো স্থান নেই। সন্ত্রাস, জঙ্গিবাদ ও অরাজকতা সৃষ্টিকারীরা প্রকৃত মুসলমান নয়। ইসলামের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড চলতে দেওয়া যাবে না। স্বাধীনতা ও ইসলামবিরোধী অপশক্তির বিরুদ্ধে সরকার ও আলেম সমাজকে সোচ্চার থাকতে হবে। গতকাল জাতীয় প্রেসক্লাবে এ আলোচনা সভায় সংগঠনের চেয়ারম্যান মাওলানা মো. ইসমাইল হোসাইনের সভাপতিত্বে বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম, আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতা এস এম কামাল হোসেন, আমিনুল ইসলাম আমিন, ইউনাইটেড পার্টির মহাসচিব মাওলানা মুফতি তাজুল ইসলাম ফারুকী প্রমুখ। মাওলানা ইসমাইল হোসাইন বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বঙ্গবন্ধুর সোনার বাংলায় সন্ত্রাসী, জঙ্গি ও মওদুদীবাদী জামায়াত শিবিরের কোনো স্থান নেই। যারা বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামের বিরোধিতা করেছিল, হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করেছিল, বাড়ি-ঘরে অগ্নিসংযোগ করেছিল, হাজার হাজার মা-বোনদের গণিমতের মাল বলে তাদের ইজ্জত লুণ্ঠন করেছিল সেই সব চিহ্নিত যুদ্ধাপরাধীর বিচার দ্রুত কার্যকর করতে হবে। যারা সন্ত্রাস, জঙ্গিবাদের সঙ্গে জড়িত এবং হরতাল-অবরোধের নামে পেট্রলবোমা মেরে জ্বালিয়ে পুড়িয়ে মানুষ হত্যা করে তারা ইসলাম তথা দেশ ও জনগণের বন্ধু হতে পারে না।

যারা সন্ত্রাস, জঙ্গিবাদ ও গুপ্তহত্যার সঙ্গে জড়িত তারা প্রকৃত দেশ প্রেমিক হতে পারে না। তিনি বলেন, দেশের কিছু কুচক্রী মহল সন্ত্রাস, জঙ্গিবাদ ও নানা বিশৃঙ্খলা সৃষ্টি করে এদেশকে অস্থিতিশীল করতে সচেষ্ট তাদের বিরুদ্ধে আলেম-ওলামা ও পীর মাশায়েখসহ, ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রতিহত করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।

সর্বশেষ খবর