সোমবার, ২০ জুন, ২০১৬ ০০:০০ টা

ভিকারুননিসায় অধ্যক্ষ পদে সেনা কর্মকর্তা চেয়ে রিট

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ পদে মেজর জেনারেলের নিচে নন এমন একজন সেনা কর্মকর্তাকে চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। সুপ্রিমকোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ গতকাল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদনটি করেন। রিট আবেদনে শিক্ষা সচিব, প্রতিরক্ষা সচিব, দুর্নীতি দমন কমিশন এবং স্কুল কর্তৃপক্ষকে বিবাদী করা হয়েছে। রিটে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ডে শিফট না খোলা, ভিকারুননিসার ব্যাংক হিসাব তদন্ত এবং একাদশ শ্রেণিতে সরকার নির্ধারিত ফির অতিরিক্ত ফি না নেওয়ার বিষয়ে নির্দেশনা চাওয়া হয়েছে। ইউনুস আলী বলেন, ভিকারুননিসা নূন সরকারের অনুমোদন ছাড়া এ বছর থেকে ডে শিফটে কলেজ শাখা শুরু করে বাণিজ্য বাড়াচ্ছে। ভিকারুননিসায় প্রায় একযুগ ধরে কোনো অধ্যক্ষ নেই। অধ্যক্ষ নিয়োগের ব্যবস্থা না করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়ে একেকটি কমিটি বাণিজ্য করছে।

 

ডে শিফট হলে মেয়েদের বাড়ি ফিরতে রাত হবে। তখন নিরাপত্তা কে দেবে? শ্রেষ্ঠ স্কুল কেন অধ্যক্ষ ছাড়া চলবে?

সর্বশেষ খবর