সোমবার, ২০ জুন, ২০১৬ ০০:০০ টা

সরকারি প্রকল্প পরিবেশের ক্ষতি করবে না : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

পরিবেশের কোনো ক্ষতি না করেই উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবেশ সংরক্ষণে আন্তরিকভাবে কাজ করছেন। সরকারের গৃহীত প্রকল্প পরিবেশের কোনো ক্ষতি করবে না।

গতকাল বিদ্যুৎ ভবনে কয়লা ভিত্তিক কেন্দ্র, পরিবেশ ও প্রতিবেশ এবং বাংলাদেশ প্রেক্ষাপট নিয়ে এক আলোচনা সভায় প্রতিমন্ত্রী এ কথা বলেন। তিনি আরও বলেন, আনুষঙ্গিক ও পরিসংখ্যানগত সুবিধার কারণে বাগেরহাটের রামপালে বিদ্যুেকন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবেশের জন্য উদ্যোগজনক সব অনুঘটকে আন্তর্জাতিক অনুশাসনের আওতায় রেখে এই বিদ্যুেকন্দ্র করা হবে। অপরদিকে পরিবেশবিদরা বলেন, রামপাল বিদ্যুেকন্দ্র করতে এখনই যে কার্যক্রম চলছে তা প্রশ্নবিদ্ধ। ভবিষ্যতে আরও অনেক বিষয়ে সমস্যা হবে। তাদের মতে, সুন্দরবনের কোনো বিকল্প নেই। এ সভায় উপস্থিত ছিলেন সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক সুলতানা কামাল, তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদ, বুয়েট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ম তামিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বদরুল ইমাম, টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক ডা. মো. আবদুল মতিন প্রমুখ।

সর্বশেষ খবর