সোমবার, ২০ জুন, ২০১৬ ০০:০০ টা

বেসরকারি খাতের উন্নয়নে হাজার কোটি টাকা দেবে বিশ্বব্যাংক

নিজস্ব প্রতিবেদক

দেশের বেসরকারি খাতের উন্নয়নে অতিরিক্ত ১৩০ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় এক হাজার কোটি টাকা) দিচ্ছে বিশ্বব্যাংক। এ লক্ষ্যে গতকাল বিশ্বব্যাংক ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত এক সভায় চুক্তিতে স্বাক্ষর করেন ইআরডির অতিরিক্ত সচিব কাজী শফিকুল আযম ও বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর রাজশ্রী এস পারালকার। অনুষ্ঠানে জানানো হয়, চলমান পিএসডিএসপি গুচ্ছ প্রকল্প বিশ্বব্যাংক ও ডিএফআইডির অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। এ প্রকল্পে অর্থায়নের লক্ষ্যে বিশ্বব্যাংকের সঙ্গে ইতিপূর্বে যথাক্রমে ২০১১ সালের ২২ মে ১২০ মিলিয়ন ডলারের ঋণচুক্তি ও ২০১১ সালের ৮ জুলাই ১৭ দশমিক ৬ মিলিয়ন ডলারের অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়। গুচ্ছ প্রকল্পটি জুলাই ২০১১ থেকে জুন ২০১৬ সালে বাস্তবায়নাধীন রয়েছে। অনুমোদনপ্রাপ্ত ইকোনমিক জোনসমূহ এবং নতুন ইকোনমিক জোনসগুলোর সার্বিক উন্নয়নে সহায়তা বৃদ্ধিসহ এগুলো উন্নয়নের এ অর্থ ব্যবহার করা হবে। এর মূল উদ্দেশ্য হলো বেসরকারি বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করা এবং ইকোনমিক জোনগুলোতে আন্তর্জাতিক মানদণ্ড, বিল্ডিং কোড, সামাজিক ও পরিবেশগত মান বৃদ্ধির মাধ্যমে কমপ্লায়েন্স ব্যবস্থার উন্নয়ন।

সর্বশেষ খবর