সোমবার, ২০ জুন, ২০১৬ ০০:০০ টা

এ দেশের মালিক এখন জনগণ নয়, প্রধানমন্ত্রী

————————————— রিজভী

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গতকাল ঢাকায় ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ইফতার মাহফিলে যেতে না দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ দিয়ে ক্ষমতা দখল করে আছেন। এ দেশের মালিক এখন জনগণ নয়, আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা হচ্ছেন দেশের মালিক। গতকাল বিকালে নগরীর বরিশাল ক্লাব মিলনায়তনে মহানগর বিএনপির ইফতার মাহফিল-পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধুর নাতনি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে তারেক রহমান কর্তৃক হুমকি দেওয়ার অভিযোগের বিষয়ে রিজভী বলেন, কাউকে হুমকি-ধমকি দেওয়া বিএনপির কাজ নয়, এটা আওয়ামী লীগের কাজ। শেখ হাসিনা একটি লাশের পরিবর্তে ১০টি লাশ ফেলে দেওয়ার হুমকি দিয়েছিলেন। ব্রিটেনের মতো একটি গণতান্ত্রিক দেশের এমপি টিউলিপ সিদ্দিককে তারেক রহমান হুমকি দিলে সে দেশের সরকার তাকে (তারেক রহমান) ছেড়ে কথা বলত না বলেও দাবি করেন তিনি। অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার বলেন, পবিত্র রমজান মাসেও মানুষের মনে শান্তি নেই। জঙ্গি ও সন্ত্রাসীর ধুয়া তুলে সারা দেশে গণগ্রেফতার করে বিএনপি নেতা-কর্মীদের জেলে পাঠিয়েছে সরকার। মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন শিকদার জিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিটি মেয়র আহসান হাবিব কামাল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আ ক ন কুদ্দুসুর রহমান ও মাহবুবুল হন নান্নু, মেজবাউদ্দিন ফরহাদ, আবুল কালাম শাহীন, মনিরুজ্জামান ফারুক প্রমুখ। আলোচনা শেষে মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের সভাপতি মাওলানা আবদুর রব।

সর্বশেষ খবর