সোমবার, ২০ জুন, ২০১৬ ০০:০০ টা

‘পূর্ব-পশ্চিম’র যাত্রা শুরু

সাংস্কৃতিক প্রতিবেদক

‘পূর্ব-পশ্চিম’ নামের একটি গ্রন্থকেন্দ্রের পথচলা শুরু হয়েছে রাজধানীর শুক্রবাদে। আগামী, অন্যপ্রকাশ, পাঞ্জেরী ও জার্নিম্যান প্রকাশনা সংস্থা যৌথভাবে এই গ্রন্থকেন্দ্র প্রতিষ্ঠা করেছে। গতকাল বিকালে ১০১ শুক্রবাদে ‘পূর্ব-পশ্চিম’ এর দ্বারোদঘাটন করেন ইমেরিটাস প্রফেসর ড. আনিসুজ্জামান। এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম। উপস্থিত ছিলেন ‘পূর্ব-পশ্চিম’-এর ব্যবস্থাপনা পরিচালক কামরুল হাসান শায়ক, পর্ষদের সদস্য তারিক সুজাত ও সিরাজুল কবির চৌধুরী। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর নিজের পাঠ্যাভ্যাস সৃষ্টির স্মৃতিচারণ করে বলেন, ‘বই পড়ার অভ্যাস এখন কমে এসেছে। যতীন সরকারের ভাষায় বলতে গেলে—এ দেশে কোনো শিক্ষার্থী নেই, খালি পরীক্ষার্থী রয়েছে। এটাই বাস্তব। অভিভাবকরাও এ বিষয়ে উদাসীন, শিক্ষকরাও। এটা ভয়ঙ্কর বিষয়। শিক্ষার্থীদের ঘরে বই পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। সরকার কিছু উদ্যোগ নিয়েছে, অন্যদেরও এগিয়ে আসতে হবে।’

সর্বশেষ খবর