সোমবার, ২০ জুন, ২০১৬ ০০:০০ টা

ফিজিওথেরাপি চিকিৎসা পেশা রক্ষার দাবি

নিজস্ব প্রতিবেদক

দেশের ফিজিওথেরাপি চিকিৎসা ব্যবস্থা হুমকি মুখে পড়েছে। ফিজিওথেরাপি চিকিৎসক নিয়োগবিধি ও গেজেট পাশ কাটিয়ে বেআইনিভাবে প্যারাডিক পদের প্রস্তাবনা পাস করা হয়েছে। এই অবাস্তব প্রস্তাবনায় দেশের স্বাস্থ্যখাতে বিপর্যয় নেমে আসতে পারে। এই প্রস্তাবনা বাতিল করা না হলে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছে বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন (বিপিএ)। গতকাল রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এ হুমকি দেয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি ডা. দলিলুর রহমান, সাধারণ সম্পাদক ডা. ফরিদ উদ্দিন (পিটি)।

সর্বশেষ খবর