শুক্রবার, ২৪ জুন, ২০১৬ ০০:০০ টা

ভারত আগ্রাসী সরকার নতজানু

নিজস্ব প্রতিবেদক

প্রতিবেশী রাষ্ট্র ভারতের আচরণকে ‘আগ্রাসী’ আখ্যায়িত করেছে বিএনপি। একইসঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের আচরণকে ‘নতজানু’ মন্তব্য করে দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একটি দেশ যে আমাদের প্রতি ভয়াবহ অন্যায় করছে। প্রতি দুই দিনে একটি করে মানুষ হত্যা হয় সীমান্তে। এত চুক্তি হলো, এত কিছু হলো, তারপরও তো এটি থামছে না। এসব বিষয়ে সরকারের প্রধান দায়িত্ব কঠোর প্রতিবাদ করা। কিন্তু তা হচ্ছে না। কারণ তারা (সরকার) নিজেই নতজানু। অবকাঠামো না থাকলেও আশুগঞ্জ বন্দর ভারতকে ব্যবহার করতে দিয়ে বাংলাদেশের ‘সার্বভৌমত্ব ও নিরাপত্তা’ বিপন্ন করা হয়েছে বলেও দাবি করেন তিনি। গতকাল দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী আহমেদ এসব কথা বলেন।

সর্বশেষ খবর