রবিবার, ২৬ জুন, ২০১৬ ০০:০০ টা

চরফ্যাশনকে পর্যটন কেন্দ্র করার কাজ শেষ পর্যায়ে : জ্যাকব

ভোলা প্রতিনিধি

পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব জানিয়েছেন, চরফ্যাশনকে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে। গতকাল চরফ্যাশনের চরতোফাজ্জল এলাকায় দুই কিলোমিটার বিদ্যুৎ লাইন উদ্বোধন করার সময় তিনি এ কথা বলেন।

জ্যাকব বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার উপকূলীয় মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে। এরইমধ্যে বিচ্ছিন্ন চরাঞ্চলে সোলার প্যানেল বসিয়ে এখানকার মানুষের ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়েছে। সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। উপমন্ত্রী এ সময় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দুঃস্থদের মাঝে ত্রাণ বিতরণ, ৩ কোটি টাকা ব্যয়ে নুরাবাদ বড় হালদ পর্যন্ত পাকা সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং নুরাবাদ মাদ্রাসার নব নির্মিত ভবনের উদ্বোধন করেন।

সর্বশেষ খবর