রবিবার, ২৬ জুন, ২০১৬ ০০:০০ টা
পঞ্চম অংশীদারি সংলাপ

নিরাপত্তা উদ্বেগের কথা জানাল যুক্তরাষ্ট্র

কূটনৈতিক প্রতিবেদক

বাংলাদেশের সঙ্গে অংশীদারি সংলাপে যুক্তরাষ্ট্র এ দেশে তার নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা তুলেছে। গত বৃহস্পতি ও শুক্রবার ওয়াশিংটনে দুই দেশের মধ্যে পঞ্চমবারের মতো বার্ষিক এ সংলাপ অনুষ্ঠিত হয়। এ বিষয়ে শুক্রবার যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতরের ব্রিফিংয়ে মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন, ‘বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আমাদের উদ্বেগের কথা আগে থেকেই আমরা বলে আসছি। আমি বলতে পারি, এসব ইস্যু ও আমাদের উদ্বেগ আলোচনার অংশ ছিল।’ গতকাল সকালে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত শুক্রবার বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পঞ্চম বার্ষিক অংশীদারি সংলাপ দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং আঞ্চলিক ও বৈশ্বিক স্বার্থে একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার মধ্য দিয়ে শেষ হয়েছে। সংলাপে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি টম শ্যানন তার দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

সর্বশেষ খবর