শুক্রবার, ১ জুলাই, ২০১৬ ০০:০০ টা
হায় হায় কোম্পানি

খুলনায় তিন প্রতারক আটক

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা মহানগরীতে নিষিদ্ধ মাল্টিলেভেল মার্কেটিং এমএলএম ব্যবসা পরিচালনার অভিযোগে গতকাল বিকালে ৩ জনকে আটক করা হয়েছে। নগরীর সোনাডাঙ্গা মজিদ সরণীর ‘ওয়ার্ল্ড মিশন-২১ লিমিটেড’ থেকে তাদের আটক করা হয়। তারা হলেন খালিদ হাসান, ফয়সাল ও প্রশাসনিক কর্মকর্তা এম মাসুদ। অভিযোগ অনুযায়ী, প্রতিষ্ঠানটি ইলেক্ট্রনিকস কোম্পানির নামে পদ্ধতিগত কিছুটা ভিন্নতা দেখিয়ে প্রতারণার ফাঁদ পাতে। আগ্রহীদের প্রতিমাসে ১৫ হাজার থেকে ১ লাখ ২০ হাজার টাকা আয়ের প্রলোভনে এ ব্যবসায় সম্পৃক্ত করা হচ্ছিল। এ অবস্থায় গতকাল নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে এমএলএম ব্যবসার অনুমোদিত কাগজপত্র না থাকায় ৩ জনকে আটক করেন। জানা গেছে, এই হায় হায় প্রতিষ্ঠান থেকে নির্ধারিত পণ্য কিনলে ক্রেতাকে শুরুতে একটি পরিবেশক (ডিস্ট্রিবিউটর আইডি) নম্বর দেওয়া হতো। এরপর ওই ক্রেতা পদ্ধতি অনুযায়ী ডান ও বাম পাশে আরও দুজনকে কোম্পানির পণ্য বিক্রি করতে পারলে তাত্ক্ষণিক (স্পট) বিক্রিতে ১ হাজার টাকা ও দুপাশে ক্রেতার মিলকরণের জন্য (ম্যাচিং) আরও ৫০০ টাকা দেওয়ার কথা বলা হয়। দ্বিতীয় ধাপে পণ্য ক্রেতাদেরও পরিবেশক নম্বর থাকবে। অবশ্য আলোচিত ডেসটিনির মতো বাম হাত ও বাম হাতের বদলে এখানে ‘এ বি’ সাংকেতিক ব্যবহূত হতো।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর