শিরোনাম
সোমবার, ৪ জুলাই, ২০১৬ ০০:০০ টা

বরিশাল নগরীর অর্ধশতাধিক স্পটে তৎপর ছিনতাইকারীচক্র

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ঈদে সক্রিয় হয়ে উঠেছে নগরীর ছিনতাইকারীরা। নগরীর অর্ধশতাধিক স্পটে সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্রের মুখে দুর্বৃত্তরা পথচারী, রিকশা, অটোরিকশা, টেম্পো যাত্রীদের গতিরোধ করে সর্বস্ব ছিনিয়ে নিচ্ছে। ছিনতাইকারীদের হাতে হতাহতও হচ্ছে নিরীহ সাধারণ মানুষ। খোঁজ নিয়ে জানা যায়, ১ নম্বর সিএন্ডবি পোল, বগুড়া কাজীপাড়ার মোড়, বৈদ্যপাড়ার মোড়, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে, চৌমাথা লেকের পাড়, গোরস্থান রোডের মোড়, মুন্সি গ্রেজ মোড়, করিম কুটির, ব্রাউন কম্পাউন্ড রোড, ব্রাউন কম্পাউন্ড মহিলা কলেজের হোস্টেলের সামনে, শেরেবাংলা মেডিকেল কলেজ চত্বর, কাউনিয়া প্রধান সড়ক, ভাটার খাল, রায় রোড এবং হাসপাতাল রোড, নাজির মহল্লা, বান্দ রোড এলজিইডি অফিসের সামনে, ক্লাব রোড, জর্ডান রোড, সাগরদী ব্রিজের ঢাল, রূপাতলীর বটতলা, আবদুর রব সেরনিয়াবাত দপদপিয়া সেতুর ঢাল ও বিএম কলেজের ১ম গেটসহ বেশ কিছু স্পটে তত্পর ছিনতাইকারীরা। গত ঈদুল আজহার সময় নগরীর হাসপাতাল রোডের ল’ কলেজ এলাকায় ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের কোপে হাতের কব্জি হারিয়েছেন এক অটোরিকশা যাত্রী।

মেট্রোপলিটন পুলিশের দায়িত্বশীল এক কর্মকর্তা জানিয়েছেন, নগরীজুড়ে প্রায় ৪০টি ছিনতাইকারী চক্র সক্রিয়। প্রতিটি দলে রয়েছে ৩/৪ জন করে সদস্য। অর্থাৎ নগরীজুড়ে প্রায় দেড় শতাধিক ছিনতাইকারী তত্পর। এদের মধ্যে কোনো কোনো গ্রুপ স্পটে দাঁড়িয়ে, আবার কোনো কোনো গ্রুপ মোটরসাইকেল কিংবা যানবাহনের মাধ্যমে টহল দিয়ে যাত্রীদের গতিবিধি দেখে সুযোগমতো ছিনতাই করে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের মুুখপাত্র সহকারী কমিশনার (ডিবি) মো. ফরহাদ সরদার জানান, ঈদের নিরাপত্তায় নগরীতে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। এর পাশাপাশি অপরাধ প্রবণ এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারিসহ পুলিশের তত্পরতা বাড়ানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর