শিরোনাম
সোমবার, ৪ জুলাই, ২০১৬ ০০:০০ টা

ঈদের পূর্বেই কারাবন্দি নেতা-কর্মীর মুক্তি চায় জামায়াত

নিজস্ব প্রতিবেদক

আসন্ন পবিত্র ঈদুল ফিতরের পূর্বেই জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের শীর্ষ নেতাসহ দলটির আটক সব পর্যায়ের নেতা-কর্মীদের মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান। বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, পবিত্র রমজান মাসেও জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবিরের শত শত নেতা-কর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে।  গ্রেফতারকৃত নেতা-কর্মীদের স্বজন, পরিবার-পরিজন গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে বসবাস করছেন।

 সরকার তথাকথিত মানবতাবিরোধী অপরাধের মিথ্যা অভিযোগে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসিসরে কোরআন মাওলানা  দেলাওয়ার হোসাইন সাঈদী, নায়েবে আমির মাওলানা আবদুস সুবহান, সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীসহ জামায়াতের শীর্ষ নেতাদের অন্যায়ভাবে দীর্ঘ ৬ বছর ধরে কারাগারে আটকে রেখেছে। এছাড়াও বহু নেতা-কর্মীকে সরকার অন্যায়ভাবে বন্দি করে রেখে কষ্ট দিচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর