সোমবার, ৪ জুলাই, ২০১৬ ০০:০০ টা

সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান সাংবাদিক নেতাদের

নিজস্ব প্রতিবেদক

সন্ত্রাস, জঙ্গিবাদ, সাম্প্র্রদায়িকতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সাংবাদিক নেতারা। গুলশানে হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ আহ্বান জানান তারা। ‘জেগে উঠো মুক্তিযুদ্ধের চেতনায়, হঠাও জঙ্গিবাদ, বাঁচাও দেশ’ এ শ্লোগান সম্বলিত ব্যানারে মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ। মানববন্ধনে বিএফইউজে মহাসচিব ওমর ফারুক বলেন, গুলশান হামলার মধ্য দিয়ে সন্ত্রাসীরা কয়েকটি মানুষকে আঘাত করেনি গোটা দেশকে আঘাত করেছে। একাত্তরে হানাদাররা এভাবে মানুষের ওপর আঘাত করেছিল। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ বলেন, মৌলবাদী চক্র দেশের ?উন্নয়ন, গণতন্ত্র ও শান্তি ব্যাহত করতে চায়। তিনি বলেন, হায়নাদের হাত ও চোখ থেকে দেশকে রক্ষা করতে দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে সবাইকে দলমতের ঊর্ধ্বে থেকে ঐক্যবদ্ধ হওয়ার পাশাপাশি সক্রিয় প্রতিরোধ গড়ে তুলতে হবে। মানববন্ধনে অন্যান্যের মধ্যে সাংবাদিক নেতা আবদুল জলিল ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

সর্বশেষ খবর