মঙ্গলবার, ৫ জুলাই, ২০১৬ ০০:০০ টা

স্বস্তিদায়ক ভ্রমণ নিশ্চিতে চেষ্টা অব্যাহত

———— ওবায়দুল কাদের

গাজীপুর প্রতিনিধি

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগ লাঘবে যানজট পরিস্থিতি মনিটরিং করছেন, ফোন করে খোঁজখবর নিচ্ছেন। গাজীপুরের চন্দ্রা থেকে উত্তরবঙ্গের দিকে ১০-১৫টি বিআরটিসি বাস সংযোজন করা হচ্ছে। এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য ইতিমধ্যে বিআরটিসি চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে। যাত্রীদের জন্য মোবাইল টয়লেটেরও ব্যবস্থা রাখা হয়েছে। হয়রানিমুক্ত, নিরাপদ ও স্বস্তিদায়ক একটি ভ্রমণ নিশ্চিত করার জন্য আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। মন্ত্রী গতকাল দুপুরে গাজীপুরের যানজটপ্রবণ এলাকা কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড় পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন। যাত্রীর তুলনায় যানবাহন সংকটের কথা স্বীকার করে মন্ত্রী বলেন, ঈদ উপলক্ষে ঘরমুখো জনস্রোতের তুলনায় গাড়ির সংখ্যা কম। এজন্য বিআরটিসির চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া অন্য কোনো ঘাটতি থাকলে আমাকে জানাবেন। গাজীপুরেই যেহেতু বিআরটিসির ডিপো আছে, কাজেই কোনো ধরনের সমস্যা হবে না।

সর্বশেষ খবর