রবিবার, ১০ জুলাই, ২০১৬ ০০:০০ টা

মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ও আলেমদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে হবে

------------ মোহাম্মদ নাসিম

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তি ও আমেল-ওলামাদের নিয়ে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। সবাইকে একত্রিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। তবেই আমরা দেশ থেকে জঙ্গিবাদ-সন্ত্রাস নির্মূল করতে সক্ষম হব। গতকাল ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের এক যৌথ সভায় তিনি এ কথা বলেন। আগামীকাল সোমবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ১৪ দলের সমাবেশ সফল করতে পেশাজীবীদের সঙ্গে এ যৌথ সভা করা হয়। সভায় আওয়ামী লীগের প্রবীণ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আহমদ হোসেন, সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া, আইনজীবীদের নেতা অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, অ্যাডভোকেট বাসেত মজুমদার, শোলাকিয়া ঈদগাহের ইমাম মাওলানা ফরীদ উদ্দীন মাসুঊদ, মহানগর আওয়ামী লীগের শাহে আলম মুরাদ, চিত্রনায়ক ফারুক, শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা ড. নিমচন্দ্র ভৌমিক, শিল্পকলা একাডেমির লিয়াকত আলী লাকি, সাংবাদিক নেতা ওমর ফারুক ও সোহেল হায়দার চৌধুরী প্রমুখ বক্তৃতা করেন।

সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, আমরা যদি জনগণের কাছে উন্নয়ন এবং গণতন্ত্র নিয়ে যেতে পারি তাহলেই আমরা সফল হব। বেগম মতিয়া চৌধুরী বলেন, জনগণ জঙ্গি-সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছে। সরকার জনগণের শক্তিতে বলীয়ান হয়েই জঙ্গি-সন্ত্রাসবাদ রুখেছে, রুখবে। জঙ্গিবাদের স্থান বাংলার মাটিতে হবে না। ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, এই হামলাকারীরা ধর্মের নামে অপব্যাখ্যা করছে। সম্মিলিত সাংস্কৃতিক জোটের গোলাম কুদ্দুস বলেন, জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করে এককাতারে নিয়ে আসতে হবে। গুলশান ও শোলাকিয়ার ঘটনায় খুবই মর্মাহত ও হতাশ হয়েছি উল্লেখ করে শহীদ জায়া শ্যামলী নাসরিন বলেন, একাত্তরের খুনিরা এভাবেই আমাদের ওপর বর্বর হামলা চালিয়েছিল। এবার খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি-জামায়াত মরণ কামড় দেওয়ার চেষ্টা করছে। বাসেত মজুমদার বলেন, বাংলাদেশে এখন যে ঘটনাগুলো ঘটছে তা অলৌকিক। তারা সংঘবদ্ধভাবে এসব জঙ্গি হামলার ঘটনা ঘটাচ্ছে। যা এর আগে কখনো বাংলাদেশে হয়নি।

সর্বশেষ খবর