বুধবার, ১৩ জুলাই, ২০১৬ ০০:০০ টা

সুষ্ঠু রাজনীতি বাধাগ্রস্ত হলে জঙ্গিবাদ মাথাচাড়া দেয় : নাগরিক ঐক্য

নিজস্ব প্রতিবেদক

নাগরিক ঐক্যের নেতৃবৃন্দ বলেছেন, গণতান্ত্রিক পরিবেশ এবং সুষ্ঠু রাজনীতি বাধাগ্রস্ত হলে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ পায়। তাই জঙ্গিবাদ উত্থানের দায় সরকার কোনোভাবেই অস্বীকার করতে পারে না। সরকার সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলায় সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। জঙ্গিবাদী হামলা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হুমকির মুখে ঠেলে দিয়েছে। এ অবস্থা থেকে দেশকে রক্ষার জন্য দলমতনির্বিশেষে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। একই সঙ্গে কারাগারে অসুস্থ নাগরিক ঐক্যের নেতা মাহমুদুর রহমান মান্নার জীবন সংকটাপন্ন উল্লেখ করে বক্তারা অনতিবিলম্বে তার মুক্তি ও সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানান।

জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল নাগরিক ঐক্য আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা এ কথা বলেন। সম্প্রতি গুলশানের একটি হোটেলে সন্ত্রাসী হামলা ও পবিত্র ঈদের দিন শোলাকিয়ায় জঙ্গি হামলাসহ দেশব্যাপী জঙ্গিবাদ উত্থানের প্রতিবাদে এবং মাহমুদুর রহমান মান্নার মুক্তি দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়। তবে প্রশাসনের পক্ষ থেকে মানববন্ধনে বাধা দেওয়া হয়। পরে মানববন্ধন করতে দেওয়া হলেও মাইক ব্যবহার করতে দেওয়া হয়নি।

সর্বশেষ খবর