বুধবার, ২০ জুলাই, ২০১৬ ০০:০০ টা

জঙ্গিদের জামিন ঠেকাতে কো-অর্ডিনেশন সেল দরকার

—অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক

জঙ্গিদের জামিন ঠেকাতে অ্যাটর্নি জেনারেল অফিস ও পাবলিক প্রসিকিউটর অফিসকে তথ্য দিতে একটি কো-অর্ডিনেশন সেল থাকার পক্ষে মত দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি বলেন, জঙ্গিদের জামিন পেয়ে যাওয়ার ব্যাপারে একটি সমন্বয় সেল দরকার। যারা সরকারি আইনজীবীদের সঙ্গে জঙ্গিদের জামিনের বিষয়ে যোগাযোগ রক্ষা করবে। পাশাপাশি জঙ্গিদের বিরুদ্ধে এজাহার ও চার্জশিটে দুর্বলতা যেন না থাকে,  সেটাও খেয়াল রাখতে হবে। গতকাল নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। অ্যাটর্নি জেনারেল বলেন, জামিন ঠেকাতে সব জঙ্গির নাম-ঠিকানা সংবলিত একটি প্রযুক্তিগত অ্যাপলিকেশন দরকার। যারা চিহ্নিত জঙ্গি, কম্পিউটারে তাদের নাম ও তাদের ব্যাপারে তথ্য থাকা প্রয়োজন।

সর্বশেষ খবর