শনিবার, ২৩ জুলাই, ২০১৬ ০০:০০ টা

‘সৈয়দ ফজলুল করীম ছিলেন আধ্যাত্মিকতার প্রাণপুরুষ’

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম সৈয়দ ফজলুল করীমকে (রহ.) ‘রাজনীতি ও আধ্যাত্মিকতার প্রাণপুরুষ’ বলে আখ্যায়িত করেছেন দেশের বরেণ্য আলেম ও ইসলামী চিন্তাবিদরা। গতকাল রাজধানীর পুরানা পল্টনের ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে লোকবক্তৃতায় তারা এসব মন্তব্য করেন। মাওলানা সৈয়দ ফজলুল করীম (র-.) রিসার্চ সেন্টার এ লোকবক্তৃতার আয়োজন করে। অনুষ্ঠানে ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং সাম্রাজ্যবাদ-কায়েমি স্বার্থবাদের মূলোৎপাটনের আহ্বান জানিয়েছিলেন মাওলানা সৈয়দ ফজলুল করীম (রহ.)। বিশ্বব্যাপী মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য ‘মুসলিম জাতিসংঘ’ গঠনের দাবি জানিয়েছিলেন তিনি। সার্বিকভাবে তিনি ছিলেন রাজনীতি ও আধ্যাত্মিকতার প্রাণপুরুষ।’ আয়োজক সংগঠনের চেয়ারম্যান নূরুল ইসলাম আল-আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিসার্চ সেন্টারের পরিচালক শেখ ফজলুল করীম মারুফ, মুহা. আজিজুল হক, আ হ ম আলাউদ্দীন, মুহা. হাছিবুল ইসলাম, শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ খবর