রবিবার, ২৪ জুলাই, ২০১৬ ০০:০০ টা

‘বিনা বিচারে আটক মান্নার মুক্তি দিন’

নিজস্ব প্রতিবেদক

মাহমুদুর রহমান মান্নার মুক্তির দাবি করেছে নাগরিক ছাত্র ঐক্য। গতকাল সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক ছাত্র ঐক্যের আয়োজনে এক মানববন্ধনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, ‘বহুদিন ধরে মান্নাকে কারাবন্দী করে রাখা হয়েছে। তার বিচারও করা হয় না আবার কারাগারে রাখা হয়েছে। ফলে, এটা একটা ষড়যন্ত্রের মতো মনে হচ্ছে। বিনা বিচারে আটক মান্নার মুক্তি দিন।’

মানববন্ধনে সাম্প্রতিক জঙ্গিবাদের বিরুদ্ধেও কথা বলেন বক্তারা। শুরুতেই পুলিশ মানববন্ধন করতে বাধা দেয়। পরে নাগরিক ছাত্র ঐক্যের নেতা-কর্মীরা শাহবাগ থানার অনুমতি নিয়ে মানববন্ধন শুরু করেন। খালেকুজ্জামান আরও বলেন, ‘বাধা দেওয়া কার্যকলাপ বন্ধ না হলে সরকারের প্রতি মানুষের আস্থা দিনের পর দিন নষ্ট হবে। সন্ত্রাসবিরোধী যত অঙ্গীকার করুক না কেন, তার  কোনো গুরুত্ব বা অর্থ থাকবে না মানুষের কাছে।’ মানববন্ধনে নাগরিক ছাত্র ঐক্যের আহ্বায়ক নাজমুল হাসান বলেন, ‘জঙ্গিবাদ জাতীয় ইস্যু। প্রয়োজনে জাতীয় স্বার্থে জাতীয় সংলাপের আয়োজন করা  হোক। এই উদ্যোগ সরকারকেই নিতে হবে। জাতীয় ঐক্যের স্বার্থে আমরা অবিলম্বে মাহমুদুর রহমান মান্নার মুক্তি দাবি করছি।’ এ সময় নাগরিক ঐক্যের আহবায়ক কমিটির সদস্য শহীদুল্লাহ কায়সার, ইকবাল কবির, যুব ঐক্যের কেন্দ্রীয় সদস্য এস এম হানিফ, আকবর খান, মোহাম্মদ উল্লাহ মধু, শেখ আবদুন নূর, হারুন অর রশীদ প্রমুখ বক্তব্য দেন।

সর্বশেষ খবর