বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬ ০০:০০ টা

নোয়াখালীতে যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় প্রতিপক্ষের গুলিতে মাসুদ (২৫) নামের এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন সোহেল (১৭) ও আলো (২৬) নামের ২ যুবলীগ কর্মী। সোহেলকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আলোকে একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে হাজীপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত মাসুদ ওয়ার্ডের রহিম উদ্দিন হাজীবাড়ির তাজুল ইসলামের ছেলে। জানা গেছে, পূর্ব বিরোধের জের ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিকাল সাড়ে ৪টার দিকে যুবলীগের সম্রাট ও সুমন গ্রুপের মধ্যে রহিম উদ্দিন হাজীবাড়ির সামনে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয়পক্ষ পাল্টাপাল্টি গুলি ছুড়লে সুমন গ্রুপের সদস্য ও যুবলীগ কর্মী মাসুদ, সোহেল ও আলো গুলিবিদ্ধ হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাসুদকে মৃত ঘোষণা করেন। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান সাজিদ জানান, পূর্ব বিরোধের জের ধরে যুবলীগের সম্রাট ও সুমন গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় মাসুদ নামের একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। অতিরিক্ত পুলিশ সুপার জানান, বিষয়টি তদন্ত করে জানা যাবে কি কারণে এ হতাহতের ঘটনা ঘটেছে।

সর্বশেষ খবর