শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

চট্টগ্রামে সবজির দামে স্বস্তি কমেছে ব্রয়লার মুরগির

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের কাঁচা বাজারে স্বস্তি মিলছে। দুই দিন টানা বৃষ্টি হলেও সবজির বাজার স্বস্তিতে রয়েছে। কমেছে ব্রয়লার মুরগির দাম। স্থির রয়েছে মাছের দর। গতকাল নগরীর কাঁচা পণ্যের রিয়াজুদ্দিন বাজার, বহদ্দারহাট, কর্ণফুলী বাজার ও কাজীর দেউড়ি বাজার থেকে এসব তথ্য জানা যায়। বহদ্দারহাটের সবজি বিক্রেতা আবুল বশর বলেন, বৃষ্টি হলেও বাজার স্থির আছে। কারণ রাতের বেলায় বৃষ্টি হলে সমস্যা হয় না। ফলে বাজারে সবজির সরবরাহ স্বাভাবিক। তা ছাড়া এখন চট্টগ্রামেও বিভিন্ন সবজির ফলন ভালো হচ্ছে। গতকাল বাজারে প্রতি কেজি বেগুন, বরবটি, ঝিঙে বিক্রি হয়েছে গত সপ্তাহের দামে ৫০ টাকায়। ঢেঁড়স, চিচিঙ্গা ও পটোল বিক্রি হয় ৪০ টাকা করে। প্রতি কেজি কাঁচামরিচ গত সপ্তাহে ৬০ টাকা বিক্রি হলেও গতকাল বিক্রি হয় ৪০ টাকা। গত সপ্তাহের তুলনায় ব্রয়লার মুরগির দাম কেজিতে কমেছে পাঁচ টাকা। গত সপ্তাহে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হয়েছিল ১৩০ টাকা, গতকাল বিক্রি হয় ১২৫ টাকা। প্রতি কেজি দেশি মুরগি বিক্রি হচ্ছে ২৫০ টাকা। তবে আদা ও রসুনের দাম আগের মতোই আছে। প্রতি কেজি চীনা আদা বিক্রি হয় ৭০, রসুন ১৭০ টাকা। পিয়াজ বিক্রি হচ্ছে ২২ থেকে ২৬ টাকা। প্রতি কেজি রুই মাছ বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২২০, লইট্টা ৮০ থেকে ১০০ টাকা।

 তেলাপিয়া ১৪০ থেকে ১৬০ টাকা। আর সাগরের টাইগার চিংড়ি বিক্রি হচ্ছে ৩৫০ ও গলদা চিংড়ি ৫০০ টাকা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর