শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা
এখনো ঘাতক শনাক্ত হয়নি

নিউইয়র্কে নিহত নাজমার লাশ দেশে আসছে

প্রতিদিন ডেস্ক

নিউইয়র্ক সিটির জ্যামাইকায় ৩১ আগস্ট রাত ৯টার দিকে বাংলাদেশি নাজমা খানম (৬০) দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হওয়ার পর সেখানকার পুলিশ এখনো ঘাতক শনাক্ত করতে পারেনি। এ অবস্থায় তার লাশ স্বদেশে পাঠানো হচ্ছে। নাজমার লাশ দাফন হবে শরীয়তপুরে। খবর এনআরবি নিউজের। নিহত নাজমার স্বামী শামসুল আলম খান (৭৫) জানিয়েছেন, নাজমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে শুক্রবার বাদ জুমা (বাংলাদেশ সময় শনিবার ভোর রাত ১টায়) জ্যামাইকা মুসলিম সেন্টারে। এরপর রাতেই আমিরাতের ফ্লাইটে তার লাশ শরীয়তপুরের উদ্দেশে পাঠানো হবে। তিনি তার স্ত্রী হত্যার বিচার চেয়েছেন এবং নাজমার আত্মার মাগফিরাত কামনায় সবার দোয়া চেয়েছেন। এদিকে এই হত্যাকাণ্ডের ঘটনায় প্রবাসীদের মধ্যে তীব্র ভীতির সঞ্চার হয়েছে। নিরাপত্তাহীনতা গ্রাস করেছে গোটা কমিউনিটিকে। এ অবস্থায় ১ সেপ্টেম্বর দিনভর শত শত প্রবাসী নাজমা খানমের বাসায় গিয়ে শোকার্ত পরিবারকে সান্ত্বনা দেন। অন্যদিকে নিউইয়র্কের পুলিশ ঘটনাস্থলের আশপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে পরীক্ষা করছে। নাজমা খানমের স্বজন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা মনে করছেন, এটি ধর্মীয় বিদ্বেষমূলক হামলা। তবে কেউই নিশ্চিত হতে পারছেন না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর