শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

জঙ্গিবাদের রাজনৈতিক পার্টনারদের উচ্ছেদ করতে হবে : ইনু

নিজস্ব প্রতিবেদক

জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গিবাদ ও জঙ্গিবাদের রাজনৈতিক পার্টনারদের একই সঙ্গে উচ্ছেদ করে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করাই এ মুহূর্তে প্রধান জাতীয় রাজনৈতিক কর্তব্য।

গতকাল রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভায় তিনি এ কথা বলেন। তিনি উল্লেখ করেন, খালেদা জিয়া ও বিএনপি যুদ্ধাপরাধী ও জঙ্গিবাদীদের সঙ্গে পার্টনারশিপের রাজনীতি ছাড়তে পারবে না। তাদের উচ্ছেদ করতে হবে। জঙ্গিবাদবিরোধী অভিযানের পদ্ধতি নিয়ে মিথ্যাচার ও বিভ্রান্তি সৃষ্টি করে বেগম জিয়া ও বিএনপি জঙ্গিবাদীদের বাঁচানোর চেষ্টা করছে। তারা একই কায়দায় যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে যুদ্ধাপরাধীদের বাঁচাতে চেয়েছিল। সভায় রাজনৈতিক ও সাংগঠনিক প্রতিবেদন উত্থাপন করেন দলটির সাধারণ সম্পাদক শিরীন আখতার। এ ছাড়া সভায় দলের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম, সহসভাপতি মীর হোসাইন আখতার, স্থায়ী কমিটির সদস্য ড. আনোয়ার হোসেন, সহসভাপতি অ্যাডভোকেট হাবিবুর রহমান শওকত, অ্যাডভোকেট শাহ জিকরুল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর