শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

জামায়াত নিষিদ্ধে সরকার টালবাহানা করছে : তরীকত

নিজস্ব প্রতিবেদক

জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধে সরকার টালবাহানা করছে বলে অভিযোগ করেছে তরীকত ফেডারেশন। গতকাল সংগঠনের কলাবাগান কার্যালয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী ওলামা সম্মেলনে মহাসচিব এম এ আউয়াল এ অভিযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা সৈয়দ রেজাউল হক চাঁদপুরী, ড. সৈয়দ মুতাওয়াক্তিল বিল্লাহ রাব্বানী, জাহাঙ্গীর হাছান প্রমুখ। এম এ আউয়াল বলেন, দেশে যখন একের পর এক যুদ্ধাপরাধীর ফাঁসির রায় কার্যকর হচ্ছে ঠিক তখনই চিহ্নিত যুদ্ধাপরাধীরা বিচার বানচালের জন্য জঙ্গিবাদ, হত্যা, গুম, ও অরাজকতা সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তিনি বলেন, ‘তরীকতের মামলায় জামায়াতের নিবন্ধন বাতিল হয়েছে। জামায়াতের রাজনীতি নিষিদ্ধে রাজপথে আন্দোলনে রয়েছি। মন্ত্রীরা বলেছেন, জামায়াত নিষিদ্ধে সংসদে বিল আনবেন। আমরা অপেক্ষায় আছি।’ অপেক্ষা শেষ হবে কবে? আর বসে থাকব না। আমরা শিগগিরই রাজপথে আন্দোলনে যাব।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর