রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

করদাতাদের প্রতি এনবিআরকে মানবিক হওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক

রাজস্ব আদায় বাড়াতে গিয়ে ঢালাওভাবে করদাতাদের ওপর করহার চাপিয়ে না দিয়ে রাজস্ব বোর্ডকে (এনবিআর) বাস্তবভিত্তিক, মানবিক ও করদাতাবান্ধব হওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলেন, আয়করসহ রাজস্ব আদায়ব্যবস্থাকে সহজ ও করদাতাবান্ধব করতে হবে। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়কর বিষয়ে দিনব্যাপী এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তারা এ কথা বলেন। ডিআরইউ সভাপতি জামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। কর্মশালায় আয়কর বিষয়ে আয়কর রিটার্ন পূরণের বিভিন্ন খুঁটিনাটি তুলে ধরেন গোল্ডেন বাংলাদেশের নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলম। বক্তব্য দেন এনবিআর সদস্য মীর মুস্তাক আলী, ডিআরইউর সাধারণ সম্পাদক রাজু আহমেদ প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর