রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

পুরান ঢাকায় আগুনে একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

পুরান ঢাকার লালবাগ কেল্লার মোড় এলাকার টিনশেড বাড়িতে অগ্নিকাণ্ডে দগ্ধ তিনজনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। শুক্রবারের এই দুর্ঘটনায় পুড়ে যায় অন্তত ৪০টি ঘর। সেখান থেকে উদ্ধার করে দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। গতকাল সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আবদুল বাতেনের (২৭) মৃত্যু হয়েছে। দগ্ধ আরও দুজন হুমায়ুন (১৭) ও আবদুল মজিদেরও (২৫) অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। বার্ন ইউনিটের চিকিৎসক উম্মে সালমা জানান, দগ্ধ হুমায়ুনের শরীরের ৫২ শতাংশ ও মজিদের ৪৬ শতাংশ পুড়ে গেছে। 

ঘটনার দিন প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার পর ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার মিজানুর রহমান জানিয়েছিলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডে সেখানকার ৪০টি ঘর পুড়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার মালামালের ক্ষতি হয়েছে। উদ্ধার করা হয়েছে ৫০ লাখ টাকার মালামাল। স্থানীয়রা জানান, যেখানে আগুন লাগে তার পাশের একটি চারতলা ভবনে পলিথিন কারখানায় তারা কাজ করতেন। অগ্নিকাণ্ডের পর তাড়াহুড়া করে বের হওয়ার সময় তারা দগ্ধ হন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর