রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

জাবিতে আবারও শিক্ষার্থী পেটাল ছাত্রলীগ

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) তিন দিনের ব্যবধানে আবারও আরেক সাধারণ শিক্ষার্থীকে পিটিয়ে আহত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্রলীগ নেতা শামীম ওসমান গনি। আহত শিক্ষার্থী শিমুল ইসলাম (নৃবিজ্ঞান বিভাগ, ৪৩তম আবর্তন) গতকাল এ ঘটনার বিচার চেয়ে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগপত্রে শিমুল ইসলাম উল্লেখ করেন, গত ১ সেপ্টেম্বর জাবির আল বেরুণী হল সংলগ্ন পার্শ্ববর্তী এলাকা ইসলামনগরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নেভি ব্লু রঙের একটি গাড়ি রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি রিকশাকে সজোরে ধাক্কা দিলে রিকশাওয়ালা ছিটকে পড়ে যান। ঘটনার সময় উপস্থিত শিমুল ইসলাম নিজেও আঘাতপ্রাপ্ত হন। ওই গাড়িতে চালকের আসনে ছিলেন শামীম ওসমান গনি (ইতিহাস বিভাগ, ৩৯তম আবর্তন)। পরে শিমুল জানতে চান গাড়ির চালক কে? এতে ক্ষিপ্ত হয়ে শামীম গাড়ি থেকে নেমে মোটা লাটি দিয়ে তাকে আঘাত করেন এবং প্রাণনাশের হুমকি দেন।

এ বিষয়ে জানতে চাইলে শামীম ওসমান গনি বলেন, ‘এটি ক্যাম্পাসের বাইরের ঘটনা। বাইরের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন হস্তক্ষেপ করতে পারে না। প্রশাসন যা ইচ্ছা করুক তাতে আমার কিছু যায় আসে না।’ এ বিষয়ে প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বলেন, ‘কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, সে বিষয়ে আলোচনা চলছে।’

উল্লেখ্য, গত ২৯ আগস্টেও শামীম ওসমান বঙ্গবন্ধু হলের এক জুনিয়র ছাত্রলীগ কর্মীকে বেধড়ক মারধর করেন এবং অস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকি দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর