সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা
ছাত্রলীগ নেতা রেজা হত্যা

ছাত্রলীগ সভাপতিসহ পাঁচজনের অব্যাহতির সুপারিশ করে চার্জশিট

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম রেজা হত্যা মামলা থেকে মহানগর ছাত্রলীগ সভাপতিসহ পাঁচজনকে অব্যাহতির সুপারিশ করে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। একই সঙ্গে মামলায় নতুন করে আটজনকে অভিযুক্ত করা হয়েছে। নতুন অন্তর্ভুক্ত আটজনসহ মোট ১৫ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র আদালতে উপস্থাপনের জন্য গতকাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারীর কাছে জমা দিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আতাউর রহমান। অভিযোগপত্রভুক্তরা হলেন, জাহিদুল ইসলাম সজীব, ইব্রাহিম খলিল, সাইদুর রহমান, রাকিব সিকদার, ফয়সাল, রাজীব সিকদার, জিতু, মেহেদী হোসেন হাওলাদার, সিরাজুল ইসলাম, ফিরোজ হোসেন কনক, বেল্লাল, মুন্না হাওলাদার, আরিফুর রহমান সেতু, আবু সালেহ ও রুহুল আমিন। মহানগর ছাত্রলীগ সভাপতি জসিমসহ যাদের মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে তারা হলো— মো. মেহেদী হাসান, মুসা, ফয়সাল শেখ ও সাইফুল। এরা সবাই ছাত্রলীগ-যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। মামলার নথি সূত্রে জানা যায়, গত ২৯ মে রাত সাড়ে ৯টার দিকে পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে দলীয় প্রতিপক্ষের সন্ত্রাসীরা ছাত্রলীগ নেতা রেজাকে কুপিয়ে হত্যা এবং তার তিন সহযোগীকে আহত করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর