সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা
প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন ৭ সেপ্টেম্বর

১০ টাকা কেজিতে চাল

নিজস্ব প্রতিবেদক

দেশের ৫০ লাখ পরিবারকে ১০ টাকা কেজি দরে মাসে ৩০ কেজি করে চাল দেবে সরকার। খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় আগামী ৭ সেপ্টেম্বর থেকে এই চাল দেওয়া শুরু হবে। ওই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুড়িগ্রামের চিলমারীতে এই চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। গতকাল সচিবালয়ে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন। খাদ্যমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’—স্লোগানে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্র পরিবার ১০ টাকা কেজি দরে প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাবেন। মার্চ, এপ্রিল, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর এই পাঁচ মাস এই চাল বিতরণ করা হবে। তিনি বলেন, এই কর্মসূচিতে বিধবা ও প্রতিবন্ধী নারীদের প্রাধান্য দেওয়া হবে। খাদ্যমন্ত্রী আরও জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে গঠিত কমিটি হতদরিদ্র পরিবারের সংখ্যা নির্ধারণ করে তাদের কার্ড দেবেন। নীতিমালা অনুযায়ী তাদের চাল দেওয়া হবে। এই কমিটিতে স্থানীয় জনপ্রতিনিধিরাও থাকছেন। তিনি জানান, এখন থেকে টিআর ও কাবিখায় খাদ্যশস্যের পরিবর্তে টাকা বিতরণ করা হবে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর