বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

মেডিকেলে ভর্তির সার্কুলার বাতিল চেয়ে নোটিস

নিজস্ব প্রতিবেদক

সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে (এমবিবিএস ও বিডিএস) ভর্তি পরীক্ষায় গত বছরের মতো এবারও এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৮প্রাপ্ত শিক্ষার্থীদের সুযোগ দিতে এবং এবারের সার্কুলার বাতিল করতে একটি আইনি নোটিস দেওয়া হয়েছে। গতকাল সুপ্রিমকোর্টের আইনজীবী মোহাম্মদ ফারুক হোসেন রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিস পাঠান। ২৪ ঘণ্টার মধ্যে স্বাস্থ্য সচিব, শিক্ষা সচিব ও স্বাস্থ্য অধিদফতরের মেডিকেল শিক্ষা বিভাগের পরিচালকের কাছে নোটিসের জবাব চাওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না পেলে এবারের সার্কুলার বাতিল চেয়ে উচ্চ আদালতে রিট করা হবে। জানা গেছে, গত বছর সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার সার্কুলারে (এমবিবিএস ও বিডিএস) এসএসসি ও এইচএসসিতে সম্মিলিতভাবে জিপিএ-৮ চাওয়া হয়েছিল। কিন্তু এবারের ভর্তি পরীক্ষায় পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৮-এর পরিবর্তে ৯ চাওয়া হয়। ২৯ আগস্ট এ বিষয়ে সার্কুলার জারি করে কর্তৃপক্ষ। পূর্ব ঘোষণা ছাড়াই এ ধরনের সার্কুলার দেওয়া সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে নোটিসে উল্লেখ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর