বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

গুলশানে অবৈধ বিলবোর্ড উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গুলশানে অবৈধ সাইনবোর্ড ও বিলবোর্ড এবং ফুটপাতের বেশকিছু অবৈধ স্থাপনা অপসারণ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। গতকাল ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ আবদুর রাজ্জাকের নেতৃত্বে গুলশান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় রাস্তার দুই পাশের শতাধিক অবৈধ সাইনবোর্ড ও বিলবোর্ড এবং ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। গুলশান এভিনিউসহ আশপাশের ছোটবড় ৩০টি সাইনবোর্ড অপসারণের পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের অভিযোগে দুটি রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর