বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

মেয়াদোত্তীর্ণ রাসায়নিক ব্যবহার, মেডিনোভাকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

মেয়াদোত্তীর্ণ রাসায়নিক ব্যবহার করে প্যাথলজি সেবা ও অনিবন্ধিত ওষুধ বিক্রির অভিযোগে রাজধানীর বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রাজধানীর ধানমন্ডিতে ওষুধ অধিদফতর ও স্বাস্থ্য অধিদফতরের সমন্বয়ে র‌্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ জরিমানা করে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম।

র‌্যাব-২ সূত্র জানায়, মেয়াদোত্তীর্ণ রাসায়নিক দ্রব্য ব্যবহারের দায়ে মেডিনোভা ডায়াগনস্টিককে আট লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মেডিনোভা ডায়াগনস্টিকের ফার্মেসিতে অনিবন্ধিত ওষুধ রাখার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে মেয়াদোত্তীর্ণ রাসায়নিক ব্যবহার করা না হয় সে জন্য মেডিনোভা কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর