Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা
আপলোড : ৯ সেপ্টেম্বর, ২০১৬ ০২:২৭

ভ্রাম্যমাণ আদালত

তিন প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

তিন প্রতিষ্ঠানকে জরিমানা

রাজধানীর তেজগাঁও এলাকায় ভেজাল বিরোধী অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে ৬৭ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। প্রতিষ্ঠানগুলো হচ্ছে— বনভোজন থাই চাইনিজ অ্যান্ড বাংলা রেস্টুরেন্ট, হাজি রেস্তোরাঁ অ্যান্ড মিনি চাইনিজ রেস্টুরেন্ট ও মিলকো ব্রেড অ্যান্ড কনফেকশনারি। গতকাল দুপুরে এপিবিএন-৫, ঢাকা জেলা প্রশাসনের কার্যালয় ও বিএসটিআইর যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

এপিবিএন-৫ এর সিনিয়র এসি আমিরুল ইসলাম জানান, বনভোজন ও হাজি রেস্টুরেন্টে নোংরা পরিবেশ, পচা-বাসি খাবার সংরক্ষণ ও পরিবেশন করার দায়ে প্রতিষ্ঠান দুটির ব্যবস্থাপক জরজেট আহম্মেদকে ৩০ হাজার টাকা ও এনায়েত হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মিলকো ব্রেড অ্যান্ড কনফেকশনারিতে বিএসটিআইর লাইসেন্স ব্যতীত ব্যবসা পরিচালনা করার অপরাধে প্রতিষ্ঠানের ব্যবস্থাপক শহিদুল ইসলামকে সাত হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিবলী সাদিক।


আপনার মন্তব্য

এই বিভাগের আরও খবর