শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

ইব্রাহিম কার্ডিয়াকে ফ্রি হার্ট ক্যাম্প অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

ফ্রি হার্টক্যাম্প পরিচালনার মাধ্যমে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ও বারডেম হাসপাতালের প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক ডা.  মোহাম্মদ ইব্রাহিমের  ২৭তম মৃত্যুবার্ষিকীর দিনটিকে সেবা দিবস হিসেবে পালন করল ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল কৃর্তপক্ষ। এ উপলক্ষে দুই শতাধিক হৃদরোগীকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও ফ্রি ওষুধ  প্রদান করা হয়।

  এ ফ্রি হার্ট ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে পরামর্শ দেওয়া ছাড়াও নিবন্ধিত রোগীদের জন্য ইসিজি, ইটিটি, ইকো, হলটার, এনজিওগ্রাম, ওপেন হার্ট সার্জারী ও সিটিএনজিওসহ অন্যান্য ডায়াগনস্টিক টেস্টের জন্য নির্ধারিত হারের উপর বিশেষ ছাড় দেওয়া হয়। এই ক্যাম্প সাধারণ রোগীদের মধ্যে ব্যাপক সাড়া জাগায়।

ইব্রাহিম কার্ডিয়াকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও কার্ডিওলজির সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ডা. এম এ রশীদ সফলভাবে ফ্রি হার্ট ক্যাম্প সম্পন্ন করায় হাসপাতালের বিভাগীয় প্রধান, সিনিয়র কনসালটেন্ট, চিকিৎসক, নার্স, টেকনিশিয়ানসহ কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন জানান।  

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর