শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

ঢাবি উপাচার্যের মায়ের ইন্তেকাল, আজ কুলখানি

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের মা হোসনে আরা সিদ্দিক সোমবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। এর আগে তিনি রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন। তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি চার পুত্র, এক কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ আসর রাজধানীর গ্রিন রোডের বাসভবনসংলগ্ন বায়তুল আকসা মসজিদে মরহুমার কুলখানি অনুষ্ঠিত হবে। গতকাল ঢাবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাবি উপাচার্য তার মায়ের জন্য সবার দোয়া প্রার্থনা করেছেন।

জানা গেছে, হোসনে আরা সিদ্দিক দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তার হৃদরোগও ছিল। ঈদুল আজহার দিন সকালে ঢাবির মসজিদুল জামিয়ায় তার প্রথম জানাজা ও দ্বিতীয় জানাজা গ্রিন রোডের বায়তুল আকসা মসজিদে অনুষ্ঠিত হয়। এরপর তাকে আজিমপুর গোরস্থানে দাফন করা হয়। হোসনে আরা সিদ্দিকের স্বামী প্রকৌশলী আবু বকর সিদ্দিক ২০০৬ সালের ২৭ নভেম্বর মারা যান।

সর্বশেষ খবর