শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

মেয়াদোত্তীর্ণ ওষুধে বিচারক অসুস্থ থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক

হাইকোর্টের এক বিচারপতি মেয়াদোত্তীর্ণ ওষুধ সেবনে অসুস্থ হওয়ার পর তারই নির্দেশে রাজধানীর এক ওষুধের দোকানের মালিক ও কর্মচারীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে পুলিশ। মামলায় ধানমন্ডির সাত মসজিদ রোডের ‘মেট্রো ফার্মা’র মালিক রফিকুল্লাহ ও কর্মচারী আবদুস সাত্তারকে আসামি করা হয়েছে। মামলার চার দিন পর গতকাল সংশ্লিষ্ট ওই বিচারপতির বেঞ্চকে তা জানিয়েছেন ধানমন্ডি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দিন। বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি রাজিক আল জলিল মামলাটি আইন অনুসারে এগিয়ে নিতে আদেশ দিয়েছেন। আদেশে বলা হয়, ‘গত ১১ সেপ্টেম্বর ফুড পয়জনিংয়ে আক্রান্ত হয়ে চিকিৎসকের পরামর্শে বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর তার বাসায় নিয়োজিত এমএলএসএসের মাধ্যমে ওষুধ আনান, যার মধ্যে অনিয়াম ৫০ মি.গ্রা. ছিল। ওই ওষুধ খাওয়ার পর তার তীব্র পেটের পীড়া আরও বেড়ে যায়। পরে তিনি দেখেন ওই ওষুধ মেয়াদোত্তীর্ণ।’ এরপর ফৌজদারি কার্যবিধির ২৫ ধারা অনুসারে ওই ওষুধ বিক্রির অপরাধে জড়িতদের বিষয়টি আমলে নিতে তিনি ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।

সর্বশেষ খবর