শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

সভাপতির হাতে চিকিৎসক লাঞ্ছিত

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়া ডায়াবেটিক সমিতি ও জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ মমতাজ উদ্দিনের হাতে চিকিৎসক লাঞ্ছিত হওয়ায় ব্যাপক বিক্ষুব্ধ চিকিৎসক-কর্মচারীরা। ডায়াবেটিক হাসপাতালের চিকিৎসকরা তাদের কর্মস্থলে ভীতির মধ্যে রয়েছেন বলে অভিযোগ করেছেন। বগুড়া ডায়াবেটিক হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে,  ছুটিসহ প্রাপ্য বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে তাদের দীর্ঘদিন বঞ্চিত করা হচ্ছে। এ নিয়ে চিকিৎসক, নার্স ও কর্মচারীদের মধ্যে অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করে আসছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া ডায়াবেটিক সমিতির সভাপতি আলহাজ মমতাজ উদ্দিন তার অফিসকক্ষে হাসপাতালের চিফ কো-অর্ডিনেটর, সহকারী পরিচালক ও কনসালটেন্টকে (আই) পৃথকভাবে ডেকে নেন। সেখানে তিনি তাদের গালিগালাজ করেন। এক পর্যায়ে কনসাল্টেন্ট জাকিরুল ইসলামকে চড়, থাপ্পড় ও লাথি মেরে শারীরিকভাবে নির্যাতন করা হয়। এ ঘটনা প্রকাশ হওয়ার পর ডায়াবেটিক হাসপাতালের চিকিৎসক ও অন্য স্টাফদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিষয়টি বগুড়া মেডিকেল অ্যাসোসিয়েশন কর্মকর্তারাও জানতে পারেন। ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার চিকিৎসকরা কালোব্যাজ ধারণ করেন। এ ব্যাপারে বৃহস্পতিবার ডা. জাকিরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিতসহ অপর ২ চিকিৎসককে গালিগালাজ করার কথা স্বীকার করেন।

সর্বশেষ খবর