শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা
ইস্কাটনে জোড়া খুন

মামলার সাক্ষ্য ১ নভেম্বর

আদালত প্রতিবেদক

রাজধানীর ইস্কাটনে জোড়া খুনের মামলায় সাক্ষী আদালতে হাজির না হওয়ায় নতুন করে দিন ধার্য করেছেন আদালত। গতকাল  ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক রুহুল আমীন এ দিন ধার্য করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মাদ মাকসুদ জানান, এই মামলায় গতকাল সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। এ জন্য সকালে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মামলার আসামি এমপি পুত্র বখতিয়ার আলম রনিকে আদালতে হাজির করা হয়েছিল। কিন্তু সাক্ষি আদালতে হাজির না হওয়ায় বিচারক নতুন করে ১ নভেম্বর দিন ধার্য করেছেন। এই মামলায় এখন পর্যন্ত বাদীসহ পাঁচজন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ১৩ এপ্রিল গভীর রাতে নিউ ইস্কাটনে মদ্যপ অবস্থায় বখতিয়ার নিজ গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি  ছোড়েন। এতে রিকশাচালক হাকিম ও অটোরিকশাচালক ইয়াকুব আলী আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ এপ্রিল হাকিম এবং ২৩ এপ্রিল ইয়াকুব মারা যান। ওই ঘটনায় নিহত হাকিমের মা মনোয়ারা বেগম ১৫ এপ্রিল রমনা থানায় এ মামলা করেন। আসামি বখতিয়ার আলম রনি মহিলা আওয়ামী লীগের এমপি পিনু খানের ছেলে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর