শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা
টাম্পাকো ট্র্যাজেডি

‘কাঠামোগত হত্যাকাণ্ড’

নিজস্ব প্রতিবেদক

তাজরীন ও রানা প্লাজা যেমন, তেমনি টাম্পাকো ফয়েলস্ কারখানাতেও শ্রমিক নিহত হওয়ার বিষয়টি কোনো দুর্ঘটনা নয়, কাঠামোগত হত্যাকাণ্ড। এসব কারখানায় কর্ম পরিবেশের নিরাপত্তা সরকারি তদারকি প্রতিষ্ঠান চরম দায়িত্বহীনতা ও অবহেলার পরিচয় দিয়েছে। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে গণসংহতি আন্দোলনের উদ্যোগে টাম্পাকো ফয়েলস্ কারখানায় শ্রমিক হত্যার জন্য দায়ী মালিক ও সরকারি কর্মকর্তাদের শাস্তি এবং নিহত ও নিখোঁজ সব শ্রমিককে জীবনের আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

গণসংহতি আন্দোলন মহানগরের নেতা আবু বকর রিপনের সভাপতিত্বে বক্তৃতা করেন, দলের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী, সমন্বয় পরিষদের সদস্য ফিরোজ আহমেদ, বাচ্চু ভূঁইয়া, কেন্দ্রীয় কমিটির নেতা দীপক রায়, জান্নাতুল মরিয়ম প্রমুখ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর