মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

কেরানীগঞ্জে সোনার দোকানে লুট

সিসি ক্যামেরা খুলে নিয়ে গেছে ডাকাতরা

প্রতিদিন ডেস্ক

কেরানীগঞ্জের গোবিন্দ জুয়েলার্স নামে একটি সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা দোকান থেকে প্রায় ৮০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ তিন লাখ টাকা ও সিসি ক্যামেরা খুলে নিয়ে গেছে। গতকাল রাত সাড়ে ৮টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার জিনজিরা বাজার এলাকায় কালাচান প্লাজা মার্কেটের নিচতলায় এ ঘটনা ঘটে। পরে ডাকাতরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। জানা গেছে, ককটেলে ফুটপাথের চটপটি বিক্রেতা রাজ্জাক ও পাপোশ বিক্রেতা শাহাদাত আহত হয়েছেন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। খবর পেয়ে রাত পৌনে ১০টায় ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান শফিউর রহমান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জুয়েলার্সের কর্মচারী সুমন জানান, রাত সাড়ে ৮টার দিকে ১০-১২ জন যুবক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দোকানে ঢুকে মালিক গোবিন্দ বর্মণ ও ম্যানেজার তপন বর্মণকে দোকান থেকে বের করে দেয়। তাদের হাতে পিস্তল ও কয়েকজনের হাতে চাপাতি ছিল। এ সময় ডাকাতদের একজন পিস্তল দিয়ে দোকানে থাকা অপর কর্মচারী নারায়ণকে আঘাত করে। তারা দোকান থেকে সব স্বর্ণালঙ্কার নিয়ে ককটেল বিস্ফোরণ ঘটাতে ঘটাতে পালিয়ে যায়। দোকান মালিক গোবিন্দ চন্দ্র বর্মণ বলেন, ডাকাতরা প্রায় ৮০ ভরি সোনা লুট করে নিয়ে গেছে। যার মূল্য প্রায় ৩৫ লাখ টাকা। এ ছাড়া ডাকাতরা নগদ তিন লাখ টাকাও নিয়ে যায়। কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনসারী জিন্নাত আলী বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর