মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

পদ্মা সেতুর নাম ‘শেখ হাসিনা সেতু’ করার দাবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার একক সিদ্ধান্ত ও উদ্যোগে পদ্মা সেতু বাস্তবরূপ পাচ্ছে। তাই পদ্মা সেতুর নাম ‘শেখ হাসিনা সেতু’ করার দাবি জানিয়েছে ঢাকাস্থ গোপালগঞ্জ সমিতি। গতকাল গোপালগঞ্জ সমিতি, ঢাকার কার্যালয়ে অনুষ্ঠিত সমিতির সাধারণ সভা থেকে এ দাবি জানানো হয়। সাধারণ সভায় সমিতির সভাপতি শেখ কবির হোসেন বলেন, বিশ্বব্যাংকসহ দাতা সংস্থাগুলো যখন সহযোগিতার হাত গুটিয়ে নিয়েছিল, তখন অনেকেই মনে করেছে এ সেতু আর হবে না। কিন্তু শেখ হাসিনা দেশের নিজস্ব্ব অর্থেই এ সেতু করার সিদ্ধান্ত নেন। পদ্মা সেতু শুধু দক্ষিণাঞ্চলের সঙ্গে যোগাযোগের সহজ সুযোগ সৃষ্টিই করবে না; জাতীয় প্রবৃদ্ধিতেও যুগান্তকারী ইতিবাচক প্রভাব ফেলবে। বিজ্ঞপ্তি।পদ্মা সেতু নির্মাণে শেখ হাসিনা যে সাহসী উদ্যোগ নিয়েছেন তার জন্য এ সেতুর নাম ‘শেখ হাসিনা সেতু’ করা অত্যন্ত যৌক্তিক।

এতে আরও বক্তব্য দেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক, গৃহায়ণ ও গণপূর্ত সচিব মো. শহীদ উল্লা খন্দকার, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মোল্লা আবু কাওসার, গোপালগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সমিতির সহ-সভাপতি হাজী আবুল কালাম আজাদ, সমিতির যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট কাজী এখলাসুর রহমান প্রমুখ।

সর্বশেষ খবর