abcdefg
news || Bangladesh Pratidin

শিরোনাম
সিলেটে চুরি হওয়া মোবাইল সেট বরিশালে উদ্ধার, কিশোর আটক সিলেটে চুরি হওয়া মোবাইল সেট বরিশালে উদ্ধার, কিশোর আটক

সিলেট সেনানিবাসে প্রশিক্ষণার্থী চার সেনা কর্মকর্তার ৬টি এন্ড্রয়েট মোবাইল সেট ও নগদ ৭ হাজার টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে এক কিশোরকে বরিশালের উজিরপুরে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৬টি মোবাইল সেট ও ৩০০ টাকা উদ্ধার করা হয়। আটক কিশোর রাসেল খান (১৫) সিলেটের জৈন্তাপুর থানার পশ্চিম ঠাকুরামাটি গ্রামের আ. সোবাহান খানের ছেলে। গতকাল সকালে আটক রাসেলকে তার বাবা এবং সিলেট সেনানিবাসের সার্জেন্ট মুহাম্মদ জাকির হোসেন ও সৈনিক মো. আরাফাত হোসেনের কাছে হস্তান্তর করে উজিরপুর থানা পুলিশ। উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. ইকবাল হোসেন জানান, কিশোর রাসেল সিলেট সেনানিবাসের প্রশিক্ষণার্থী সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সোহেল ও লেফটেন্যান্ট মো. আশিকসহ চারজনের ব্যাটম্যান (বয়) হিসেবে ফুট ফরমায়েশের কাজ করত। কাজের ফাঁকে সুযোগ বুঝে ২০ অক্টোবর সে ওই ৪ কর্মকর্তার ৬টি এন্ড্রয়েট মুঠোফোন সেট এবং নগদ ৭ হাজার টাকা…

সর্বশেষ খবর