রবিবার, ৩০ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

গণসংগীতে উদীচীর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংস্কৃতিক প্রতিবেদক

গণসংগীতানুষ্ঠানের মধ্যদিয়ে প্রতিষ্ঠার ৪৮তম বার্ষিকী উদযাপন করেছে উদীচী শিল্পীগোষ্ঠী। গতকাল বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি’র স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গণসংগীত ছাড়াও অনুষ্ঠানে বয়াতি গান ও প্রতিবাদী গান পরিবেশন করা হয়। আলোচনা সভায় বক্তৃতা করেন উদীচী ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক ইকবালুল হক খান, কানাডা শাখার সভাপতি ও কেন্দ্রীয় সংসদের সদস্য আজিজুল মালিক, যুক্তরাজ্য শাখার নেতা ও কেন্দ্রীয় সংসদের সদস্য ডা. রফিকুল হাসান জিন্নাহ প্রমুখ।

অ্যালবাম মেঘ যামিনী : শিল্পী কিরণ চন্দ্র রায়ের কণ্ঠে ধারণ করা প্রাচীন ভক্তিগীতি পদাবলি কীর্তনের সংকলন ‘মেঘ যামিনী’ শীর্ষক অ্যালবাম প্রকাশ করেছে বেঙ্গল ফাউন্ডেশন। গতকাল সন্ধ্যায় ডেইলি স্টার-বেঙ্গল আর্টস প্রিসিঙ্কটে অ্যালবামটির মোড়ক উন্মোচন সাংবাদিক ও কবি আবুল মোমেন। মোড়ক উন্মোচন পর্ব শেষে অ্যালবামটি থেকে বেশ কয়েকটি গান পরিবেশন করেন শিল্পী কিরণ চন্দ্র রায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর